রাজধানীর রায়েবাজার এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়কে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে নিপুণকে আটক করা হয় বলে জানান তার শ্বশুর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নিপুণ রায়য়ের পরিবারের পক্ষ্য থেকে বলা হয়, কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা ধরে নিয়ে যায়।
এছাড়া তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন বলেও পরিবারের পক্ষ্য থেকে জানানো হয়।
বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে তার রায়ের বাজারের বাসা থেকে পুলিশ আটক করেছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
নিউজ হান্ট/এনএইচ