ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বুধবার বিশ্বর দ্বিতীয় দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ায় দক্ষিণ আমেরিকার দেশটিতে। এর আগে গেল বছরের ১৪ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছিল। খবর এবিসি নিউজের।
বুধবার ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে ২ হাজার ৯ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৩ লাখ ৬৮৫ জন। মঙ্গলবার দেশটিতে রেকর্ড ৩ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা পরিস্থিতির চরম অবনতিতে পুরোপুরি ভেঙে পড়েছে ব্রাজিলের স্বাস্থ্যব্যবস্থা। অধিকাংশ হাসপাতালেই ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছেন। সেই সঙ্গে দেখা দিয়েছে আইসিইউর তীব্র সংকট। ফলে, চিকিৎসা পেতে বেগ হচ্ছে কোভিড রোগীদের।
এদিকে করোনার সর্বোচ্চ সংক্রমণ সত্ত্বেও লকডাউন জারি ও মাস্কের বিরোধিতা করায় তীব্র সমালোচনার শিকার ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো আবারো নিজের অবস্থানের সাফাই গেয়েছেন।