নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিততে হলে বাংলাদেশ করতে হবে ১৪২ রান। আর এই রান করতে হবে মাত্র ৬০ বলে।
বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১০ ওভারে। সেই ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করে নিউজিল্যান্ড।
স্বাগতিকদের হয়ে আগুনে শুরু করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও ফিন অ্যালেন। ষষ্ঠ ওভারে গাপটিল আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৪৪ রান। দলের রান তখন ৮৫। তবে থামেননি অ্যালেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৭১ রানের ইনিংস। ইনিংসে ১০টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি।
এই দুই ব্যাটসম্যান ছাড়া গ্লেন ফিলিপস ৬ বলে ১৪ ও ডারিল মিচেল ৬ বলে ১১ রান। করেন। কিউই ইনিংসে মোট ১০টি ছক্কার মার, সঙ্গে চার ছিল ১২টি।
বাংলাদেশের হয়ে তাসকিন, শরিফুল ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।