Home খেলা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুমিনুল

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুমিনুল

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুমিনুল

অধিনায়কত্ব নিয়েও বাংলাদেশের ক্রিকেটে চলছে আলোচনা। এমন সময় মুমিনুল জানালেন বাজে পারফর্মেন্সের কারণে দলকে অনুপ্রেরণা দিতে না পেরে অধিনায়কত্ব ছাড়তে চান তিনি।

মুমিনুল বলেন, ‘ওরকম কিছু না, আমি শুধু বলেছি যে অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহুর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিত। আমিতো বলে আসছি, এখন উনারা কি সিদ্ধান্ত নেয় উনাদের ব্যাপার।’

আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে একান্ত আলোচনা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন মুমিনুল।

তিনি আরও বলেন, ‘যখন আপনি ভাল খেলবেন দলের জন্য ফল নাও হয় তবু দলকে মোটিভেট করতে পারবেন। আমার কাছে মনে হয়, আমিও ভাল খেলতে পারছি না। দলও ফলাফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার কাছে মনে হয় এই সময় না করাই ভাল (অধিনায়কত্ব)।’

মুমিনুল নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেও বোর্ড থেকে এখনও কিছু জানানো হয়নি। পরবর্তী বোর্ড সভায় নতুন টেস্ট অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী বৃহস্পতিবার বসবে বোর্ডের সভা।