নিউজ হান্ট (newshunt.com.bd) বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যার সম্পাদক এবং প্রকাশক একজন নারী-মৌসুমী সুলতানা। সাংবাদিকতায় দুই যুগের বেশি সময়ের অভিজ্ঞতা তার। এর মধ্যে ১৪ বছরই কাজ করেছেন চ্যানেল আইতে। ২০২০ সালের শেষদিকে যাত্রা শুরু করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রেখে মাত্র কয়েক মাসের মধ্যে আমরা পাঠকের ব্যাপক সাড়া পেয়েছি। ফেসবুকের তথ্য অনুযায়ী, প্রতিমাসে প্রায় ৫ কোটি মানুষ আমাদের লাইভ অনুষ্ঠানগুলো দেখছেন। বাংলা সংস্কৃতিকে আঁকড়ে ‘সত্যের খোঁজে অপ্রতিরোধ্য’ স্লোগান নিয়ে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশসহ সারা বিশ্বের সংবাদ প্রকাশের পাশাপাশি আমরা নিয়মিত টকশো, গোলটেবিল বৈঠকের আয়োজন করে থাকি। অনুষ্ঠানগুলো নিউজ হান্টের ফেসবুক পেজে সম্প্রচার করা হয়। বিজ্ঞাপনদাতারা আমাদের আয়ের প্রধান উৎস। সংবাদ কিংবা যেকোনো জিজ্ঞাসার জন্য এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন: nhuntbd@gmail.com ফোন নম্বর: 01721027882 প্রধান কার্যালয়:৫/বি, ১২/১৩,রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর।
Facebook Page https://www.facebook.com/newshuntbangladesh/
© Copyright - IT Team of Newshunt.com.bd by Tech